×

বিনোদন

কে কখন মাতাবেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী মঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

কে কখন মাতাবেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী মঞ্চ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন। এই মঞ্চেই পারফর্ম করবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সংগীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগম ও কৈলাশ খের। স্থানীয় শিল্পীদের মধ্যে গাইবেন জেমস ও মমতাজ। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় পৌঁছেছেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রবিবার সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সালমান-ক্যাটরিনাকে বহনকারী বিমান। মুম্বাই থেকে চাটার্ড ফ্লাইটে ঢাকায় এসেছেন তারা। বিমানবন্দরে পৌঁছার পর তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর হোটেল র‌্যাডিসনে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। পাঁচ ঘণ্টার অনুষ্ঠান শেষ হবে রাত সাড়ে ১০টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে-পরে নাচে-গানে মঞ্চ মাতাবেন বাংলাদেশ ও ভারতের তারকারা। রাত সাড়ে ৯টায় থাকছে ক্যাটরিনার পারফরম্যান্স। ১০টায় মঞ্চে উঠবেন সালমান। পরে দুজন একসঙ্গে পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে তিনটি চ্যানেলে। গাজী টিভি ও মাছরাঙার পাশাপাশি দেখানো হবে নিউজ ২৪ চ্যানেলে। এছাড়া ঢাকা শহরের বেশ কয়েকটি পয়েন্টসহ দেশের সাতটি বিভাগে বড় পর্দায় দেখানো হবে অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। দেখে নিন কে কখন পারফর্ম করবেন ২.৩০টা: দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে ৫.০০ টা: জাতীয় সঙ্গীত পরিবেশন ৫.২৫ টা: মইদুল ইসলাম খানের পারফরম্যান্স ৫.৩৫: রেশমি মির্জার পারফরম্যান্স ৬.০০ টা: জেমসের পারফরম্যান্স ৬.৪০টা: মমতাজের পারফরম্যান্স ৭.৩০ থেকে ৭.৪০ টা: আতশবাজি ৭.৪৫ টা: সনু নিগামের পারফরম্যান্স ৮.৩৫টা: লেজার শো ৮.৫৫ টা: কৈলাশ খেরের পারফরম্যান্স ৯.৩৫ টা: ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স ১০.০০ টা: সালমান খানের পারফরম্যান্স ১০.২০ টা: সালমান খান ও ক্যাটরিনা কাইফের যৌথ পারফরম্যান্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App