×

বিনোদন

নওশাবার আইসিটি মামলার স্থগিতাদেশ বহাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০৯ পিএম

নওশাবার আইসিটি মামলার স্থগিতাদেশ বহাল

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রবিবার (৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। নওশাবার পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এ মামলার শুনানি করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে এসে নওশাবা জানান, জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। এই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এ রকম কোনো ঘটনা ঘটেনি।

ওই দিনই গুজব সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি আইসিটি মামলা দায়ের করা হয়। ১৭ দিন কারাভোগের পর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনে মুক্তি পান কাজী নওশাবা আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App