×

সাহিত্য

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ পিএম

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’
শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টা দ্য সূর্যসেনের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নামের নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল ঢাকা পদাতিক। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের ৩৮তম প্রযোজনার ১৭তম মঞ্চায়ন।

সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেন, বৃটিশ উকিল, বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে ইতিহাস নির্ভর এ নাটকের চরিত্রগুলোতে।

মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেন প্রমুখ।

অন্যদিকে একই সময়ে নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় কলকাতার নাট্যদল নান্দীপট প্রযোজিত নাটক ‘আবৃত্ত’। প্রাঙ্গণে মোর আয়োজিত নয় দিনব্যাপী দুই বাংলার নাট্যমেলার দ্বিতীয় দিনে মঞ্চায়ন হয় নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App