×

জাতীয়

বিমানে ইনফ্লাইট সেবার মান বাড়ানোর নির্দেশ

Icon

nakib

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৫ পিএম

বিমানে ইনফ্লাইট সেবার মান বাড়ানোর নির্দেশ
রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনফ্লাইট সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। শনিবার সকালে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (এফসিসি) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপ্রোনে পার্ক করা বিমানের বিভিন্ন উড়োজাহাজ আকস্মিক পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কুকিং সেকশন, ওয়াশিং ইউনিট, বেকারী শাখাসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সেখানার কর্মীদের খাবারের মান ও বিশুদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান তার সঙ্গে ছিলেন। মাহবুব আলী বলেন, বিমানের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। এমন কিছু করা যাবে না যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিমানের দেশী-বিদেশী সব যাত্রী আমাদের সম্মানিত অতিথি। খেয়াল রাখতে হবে, যেন অতিথিদের সেবায় কোনো ত্রুটি না থাকে। যাত্রীদের সন্তুষ্টি অর্জন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App