×

আন্তর্জাতিক

বাগদাদে বিক্ষোভে গুলিবর্ষণ, নিহত ২০

Icon

nakib

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৬ পিএম

বাগদাদে বিক্ষোভে গুলিবর্ষণ, নিহত ২০

ইরাকের রাজধানী বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাথারি গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহত হয় এবং ১৩০ জন আহত হয়। বিক্ষোভকারীদের প্রধান ক্যাম্প তাহরীর স্কয়ারে নিকটে এ ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের পর গত এক সপ্তাহে এটাই ছিল সবচেয়ে বড় ধরনের হতাহতের ঘটনা। শুক্রবার গভীর রাতে পিক আপ ট্রাকের উপর থেকে বন্দুকধারীরা বিক্ষাভকারীদের জটলা লক্ষ্য করে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দেশটিতে গত অক্টোবর থেকে চলতে থাকা সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৪০০ মানুষ নিহত হয় এবং ২০ হাজার মানুষ আহত হয়। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও রাজনৈতিক সংস্কার দাবী করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দেশটির জনগন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App