×

শিক্ষা

বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ঢাবি

Icon

nakib

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫১ পিএম

বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ঢাবি
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও আমরা এটিকে এখনো আনুষ্ঠানিকভাবে বলিনি। আমরা হয়ত মুজিব বর্ষে অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদান করার চিন্তা ভাবনা করেছি। বিশ্ববিদ্যালয় আচার্য এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যেহেতু আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন তাই আমরা তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক কাউন্সিলে ইতিমধ্যে এ বিষয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ২০২০ ও ২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App