×

আন্তর্জাতিক

যুক্তরাস্ট্রের নৌ-ঘাঁটিতে বন্দুক হামলার নিন্দা সৌদি বাদশার

Icon

nakib

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ পিএম

যুক্তরাস্ট্রের নৌ-ঘাঁটিতে বন্দুক হামলার নিন্দা সৌদি বাদশার

যুক্তরাস্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর একটি সামরিক ঘাটিকে লক্ষ্য করে বন্দুক হামলায় চালায় সৌদি বিমানবাহিনীর এক প্রশিক্ষণার্থী ছাত্র। এতে তিনজনের প্রাণহানি ঘটে এবং আহত হয় আরো অন্তন আট জন শেষে হামলকারীও নিহত হয়। এ ঘটনায় এ হামলাকে ‘বর্বরোচিত’ হামলা বলে হামলার নিন্দা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

মুহাম্মদ সায়েদ আল-সামরানি নামের হামলাকারী হ্যান্ডগান পিস্তলের মাধ্যমে এ হামলা চালায়। কেন এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে তবে হামলাকারী কোন সন্ত্রাসী নেটওয়ার্কে যুক্ত ছিল বলে সন্দে করছে এফবিআই।

উল্লেখ্য, যুক্তরাস্ট্রের মধ্যপ্রাচ্যে সবচেয়ে কাছের ও বিশ্বস্ত মিত্র সৌদি আরব এবং দেশ দুটির মাঝে দীর্ঘস্থায়ী সামরিক বিনিময়ের চুক্তি রয়েছে। এ হামলার পর বিদেশী সৈন্যদের যুক্তরাস্ট্রে প্রশিক্ষণ নেয়ার বিষয়টি প্রশ্নের মুখে পরেছে।

এটা ছিল দেশটিতে সামরিক ঘাটিতে এক সপ্তাহের ব্যবধানে ২য় হামলার ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App