জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী কাল পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের। এবার বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। যেহেতু আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) উদ্বোধন,তাই মিরপুর স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত করতে ব্যস্ত টেকনিশিয়ানরা।
উদ্বোধনী দিনে মঞ্চ মাতিয়ে রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশী-বিদেশী নামিদামি তারকাদের। এবার বঙ্গবন্ধু বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজের গানে সালমান খান ও ক্যাটরিনা মঞ্চ মাতাবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।