×

সাময়িকী

মহানির্মাণ : বঙ্গবন্ধুর কলকাতার ছাত্রজীবন কাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

মহানির্মাণ : বঙ্গবন্ধুর কলকাতার ছাত্রজীবন কাহিনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকাল থেকে কলকাতার ছাত্রজীবনের কাহিনী অবলম্বনে প্রকাশিত হতে চলেছে উপন্যাস মহানির্মাণ। উপন্যাসটি লিখেছেন অমিত গোস্বামী। প্রকাশক অন্বেষা প্রকাশ। প্রচ্ছদ ধ্রুব এষ। উপন্যাসের প্রাককথন লিখেছেন কবি কামাল চৌধুরী। কবি কামাল চৌধুরী প্রাককথনে বলেছেন ‘এ উপন্যাস যদিও বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের সামান্য অংশ ঘিরে আবর্তিত, কিন্তু এখানে সময়ের উত্তাপ দোলাচল বাজনৈতিক নাটকীয়তার পাশাপাশি বঙ্গবন্ধুর নেতা হয়ে ওঠার চিত্র খুঁজে পাওয়া যাবে। জীবন উপন্যাস স্মৃতিকথা বা ইতিহাস নয়, তবে ইতিহাস ও স্মৃতিকথাই এর মূল উপাদান। এখানে কল্পনার আশ্রয় নিতে হয়। অমিতও তাই করেছেন। বঙ্গবন্ধুর কলকাতার জীবনকে অবলম্বন করে অমিতও কাল্পনিক কথোপকথনের বিন্যাস ঘটিয়েছেন। অমিতের ভাষা সাবলীল ও আকর্ষণীয়। এ গ্রন্থ পাঠে পাঠক আনন্দ পাবেন, সেইসঙ্গে বঙ্গবন্ধুর কলকাতা জীবনের নানা দিক সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে অমিত এ উপন্যাস রচনা করেছেন। এটি জাতির পিতার প্রতি তাঁর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অনেক গ্রন্থ প্রকাশিত হবে, আমার বিশ্বাস, সে তালিকায় এটি উল্লেখযোগ্য সংযোজন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন কাহিনী রচনা তাই দুরূহ এক কাজ। এই কাজে শামিল হয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, কথাশিল্পী অমিত গোস্বামী তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কলকাতার জীবন নিয়ে এ উপন্যাস রচনা করেছেন। অমিত বহুপ্রজ, সব্যসাচী লেখক। কবিতা গল্প উপন্যাসে তাঁর সমান দক্ষতা। বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা তিনি হৃদয়ে লালন করেন। ইতোমধ্যে শহীদ আলতাফ মাহমুদ ও হুমায়ূন আহমেদকে নিয়ে তিনি ২টি উপন্যাস রচনা করেছেন বাংলাদেশের বেদে সমাজ নিয়ে বেবাইজান নামে তাঁর একটি নৃতাত্তি¡ক উপন্যাসও প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধ শেখ মুজিবকে নিয়ে একটি অখণ্ড জীবন-উপন্যাস লেখার চ্যালেঞ্জ সম্পর্কে অমিত অবহিত। সেজন্য তিনি তার কলকাতার জীবনকে বেছে নিয়েছেন।’ লেখক অমিত গোস্বামী জানান যে, ‘আমি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি। আমার প্রকাশিত মৌলিক তিনটি উপন্যাস যখন বৃষ্টি নামল, রজন আলির গজব গল্প ও বেবাইজান-এও বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু বাংলাদেশের নায়কদের নিয়ে লেখার শুরু শহীদ আলতাফ মাহামুদের জীবন নিয়ে আলতাফ এবং তারপরে সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন নিয়ে হুমায়ূন। কিন্তু বঙ্গবন্ধুর জীবনকাহিনী নিয়ে লেখার সাহস আমার ছিল না। প্রায় দুই বছর আগে আমাকে এই বিষয়টি বেছে নিতে বলেন আমার অগ্রজ কবি কামাল চৌধুরী। তিনি প্রথম দিন প্রায় ৩ ঘণ্টা এই বিষয় নিয়ে তার বাসাতে বসে কথা বলেন আমার সাথে। এরপরে তার তত্ত্বাবধানে আমি তথ্য সংগ্রহ করি। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ আমাকে একটা ধারণা দেয়। সময় লাগল প্রায় দুবছর। তারপরে খসড়া পাণ্ডুলিপি লিখে পাঠাতে হয়েছে। পরিবর্তন করতে হয়েছে। পাঁচজন বিশিষ্ট লেখক পড়েছেন। উপদেশ দিয়েছেন। তারপরে চূড়ান্ত লেখাটি লিখতে পেরেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App