×

সারাদেশ

ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ বাড়তি টাকা আদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ পিএম

ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ বাড়তি টাকা আদায়
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারিক পরীক্ষা বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। কলেজ সুত্রে জানা গেছে, সদ্য উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছিল। এসময়ের একটি ভিডিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে উঠে। এটি ভাইরাল হওয়ার পাশাপাশি প্রবেশপত্র বিতরণের সময় মসজিদের নামে টাকা নেয়ার অভিযোগও উঠে আসে। কলেজ শিক্ষকেরা জানান, গাজীপুর-৩ আসনে পাঁচ বারের নির্বাচিত সাংসদ ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী। এবার ওই আসনে আওয়ামীলীগ থেকে মনোনীত হন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। জাতীয় সংষদ নির্বাচনের পর কলেজের চারজন শিক্ষক ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী করেন। তাদের মধ্যে জুনিয়র শিক্ষক ও সহকারী অধ্যাপক রুহুল আমীন গাজীপুর-৩ আসনের সাংসদের ডিও লেটার নিয়ে অধ্যক্ষের কক্ষে বসে কলেজের প্রশাসনিক কাজ করছেন। এর কিছুদিন পর তথা চলতি বছরের মার্চ মাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ বহিরাগতদের দ্বারা কলেজ ক্যাম্পাসেই হামলার শিকার হন। এ নিয়ে শ্রীপুর থানায় মামলাও হয়। মামলায় অভিযুক্তদের কেউ কেউ গ্রেপ্তারের পর জেল হাজতে রয়েছে। এ বিষয়ে সাংসদের ডিও লেটার নিয়ে প্রশাসনিক কাজ পরিচালনাকারী সহকারী অধ্যাপক রুহুল আমীন সাংবাদিকদের জানান, এর আগেও ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা নেয়া হয়েছে। শিক্ষকদেরকে পরীক্ষার পারিশ্রমিক দিতে হবে। পরীক্ষার খরচ রয়েছে। আইসিটি বিষয়ের জন্য নির্ধারিত শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষকদের মাধ্যমে আইসিটি ক্লাশ পরিচালনা করা হয়। তাদেরকে পারিশ্রমিক দিতে হয়। আমরা শিক্ষকেরা টাকা খাব। এজন্যেই টাকা নেয়া হচ্ছে। তাছাড়া মসজিদের নামে রসিদের মাধ্যমে টাকা উত্তোলন করে মসজিদের জন্যই খরচ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App