×

সাময়িকী

পাখি তুমি কোন আকাশে ওড়ো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ পিএম

পাখি তুমি কোন আকাশে ওড়ো
মনে হয় কোন দূর যাত্রার নাবিকের সঙ্গী হয়েছি সমুদ্রচিলের মতো নিরুদ্দেশের পিপাসা নিয়ে তার জাহাজের মাস্তুলের ওপর পাখা গুটিয়ে বসে থাকি। পৃথিবীতে আছে আরো অসংখ্য পাখি যারা দিগন্ত ফুঁড়ে আসমানে উত্থিত হয়, তাদের স্বরে থাকে স্বাধীন চিৎকার তারা নিজ অক্ষরেখায় নিজের মোহে চক্কর কেটে ঘুরে ঘুরে আসে না মহাকালে। স্বাধীনতা ভুলে বসে আছে যে পাখি তার উড়বার মেধা আর আকাশে বৃত্ত আঁকা নিয়ে কিসের এত গর্ব সে পাখি স্রেফ ডানা গঠিত। সমুদ্রের পাখি একা চেয়ে থাকে বিস্ময়ে বলে নাবিক তুমি যাও ভেসে, ঘামে আর নুনে ফিরে এসে ভেজা পালক ছুঁয়ে দিও অঝোর অবাক দিনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App