×

সাহিত্য

চলে গেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ এএম

চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এর আগে গত ২৫ নভেম্বর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বজনরা জানিয়েছেন, পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে শুক্রবার তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক এফডিসিতে নেয়া হতে পারে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও মাহফুজুর রহমান আটবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। শ্রাবণ মেঘের দিন ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চলচ্চিত্র ধারণ করেন।

মাহফুজুর রহমান খান ১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম হাকিম ইরতিজা-উর-রহমান খান ছিলেন একজন ব্যবসায়ী। তার দাদা হাকিম হাবিবুর রহমান খানের নামানুসারেই রোডের নামকরণ করা হয়েছিল। তার চাচা ই আর খান (ইরতিফা-উর-রহমান খান) ১৯৬০-৮০ এর দশকের বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন। তাছাড়া প্রখ্যাত চিত্রপরিচালক সহোদর এহতেশাম ও মুস্তাফিজ তার ফুফাত ভাই।

রাজধানীর তৎকালীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (বর্তমান ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) থেকে এসএসসি পাস ও কায়েদে আজম কলেজ (বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ) থেকে ইন্টারমিডিয়েট পাস করেছিলেন।

স্কুলে পড়ার সময়েই মাহফুজুর রহমান চিত্রগ্রহণে আগ্রহী হয়ে ওঠেন। তার বাবার ক্যামেরায় ছবি তুলে তার চিত্রগ্রহণে হাতেখড়ি। চিত্রগ্রহণ শেখার জন্য তিনি প্রখ্যাত চিত্রপরিচালক জহির রায়হান নির্মাণাধীন ‘লেট দেয়ার বি লাইট’-এর সেটে গিয়েছিলেন। শুধু তাই নয়, রফিকুল বারী চৌধুরী ও আব্দুল লতিফ বাচ্চুর সেটে গিয়েও চিত্রগ্রহণের বিভিন্ন বিষয় শেখার চেষ্টা করেন।

পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App