×

সারাদেশ

খাচায় মৎস্য চাষের নামে সরকারি টাকা নয় ছয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

খাচায় মৎস্য চাষের নামে সরকারি টাকা নয় ছয়
খাচায় মৎস্য চাষের নামে সরকারি টাকা নয় ছয়
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাচায় মৎস্য চাষের নামে অসাধু কর্মকর্তাদের সাথে আঁতাত করে একটি সংঘবদ্ধ চক্র সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কলাপাড়া উপজেলায় বিশাল আয়তনের বদ্ধখাল রয়েছে কয়েক’শ তার ওপর মৎস্য চাষের তেমন কোন প্রজেক্ট না দেখা গেলেও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বদ্ধখালে সরকারের লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে বেশ কিছু মৎস্যজীবীরা খাচায় মৎস্য চাষ শুরু করে। এর কিছুদিন পরেই খাচায় মৎস্য চাষের সকল উপকরণ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়ে যায় তারা। সরকারের বরাদ্দকৃত অর্থ অফিস কর্তাব্যাক্তির ও একটি সংঘবদ্ধ চক্র মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়ে যায়। ২০১৭-২০১৮ সালে একটি প্রকল্প তৎকালীন মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের নজরে আসে তাই তিনি ২০ জনকে উপকার ভোগীর নামে দুই লক্ষ করে টাকা বরাদ্ধ দিয়ে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও নেয়ামতপুর গ্রামে কিছু মৎস্যজীবী নিয়ে গলমৈর খালে খাচায় মাছ চাষ শুরু করে। যত দিন সরকারের বরাদ্দ না পায় ততদিন মৎস্যজীবীদের খাচার দিকে নজর থাকে। বরাদ্দ পাওয়ার পর তাদের আর কোন খোঁজ পাওয়া যায়না। বর্তমানে খাচায় মৎস্য চাষের ড্রামও উপকরণ গুলো অযন্তে অবহেলায় পরে রয়েছে। এব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ সাহা জানান,ওই প্রকল্পটি আমার সময় হয়নি সাবেক মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সময় হয়েছে। তাই এ বিষয়ে াামি তেমন কিছু বলতে পারব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App