×

পুরনো খবর

এবার ভারতীয়কে গুলি করলো বিএসএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০০ পিএম

এবার ভারতীয়কে গুলি করলো বিএসএফ
এবার ভারতীয়কে গুলি করলো বিএসএফ
কুড়িগ্রাম সীমান্তে, ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিজের দেশে ফিরে যাওয়ার সময়, জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে  শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সে ব্যাক্তি অবৈধভাবে চোরাপথে সীমান্ত অতিক্রম করে, বাংলাদেশে এসেছিল বলে বিজিবি জানিয়েছে। সাহবের আলগা বিওপির বিজিবি ৩৫ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মজিবর রহমান জানান, নিহত ব্যাক্তির নাম সবুজ ভূঁইয়া। তার পিতার নাম মুনছুর ভূঁইয়া। থানা সুখচর, জেলা সিংগীমারী মিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাহেবের আলগা বিওপির কোম্পানী কমান্ডার মজিবর রহমান জানান, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক উলিপুর উপজেলার, সাহেবের আলগা সীমান্তের ডিগ্রীর চর চুলকানির খাল এলাকা দিয়ে, অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছুলে, বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই (ভারতীয় অংশে) নিহত হন। বিএসএফ জওয়ানরা তার মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যা। স্থানীয় সুত্রগুলো জানায়, নিহত সবুজ একজন চোরাচালানি। সে টাকা পয়সা লেন করার জন্য বাংলাদেশে চোরা পথে ঢুকেছিল। ফিরে যাওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App