×

খেলা

এক দিনে সাত রৌপ্য জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:১২ পিএম

এক দিনে সাত রৌপ্য জয়
এক দিনে সাত রৌপ্য জয়
এক দিনে সাত রৌপ্য জয়
এক দিনে সাত রৌপ্য জয়
এক দিনে সাত রৌপ্য জয়
তিন দিন ধরে এসএ গেমসে স্বর্ণ জয় করতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার কারাতে তিনটি স্বর্ণ জয়ের পর বুধ,বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো স্বর্ণ পদক জিততে না পারলেও আজ সাতটি রৌপ্য জিতেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। এর মধ্যে গলফে ৪টি ভারোত্তোলনে ২টি এবং শ্যুটিংয়ে ১টি পদক জিতেছে। গলফের ফলাফল: পুরুষ ব্যাক্তিগত ইভেন্টে ২৭৪ স্কোর করে স্বর্ণ জিতেছে নেপাল, রৌপ্য জেতা বাংলাদেশের মোহাম্মদ ফরহাদের স্কোর ২৮২, নেপালের গলফার ব্রোঞ্জ জিতেছে ২৮৪ স্কোর করে। পুরুষ দলীয় ইভেন্টে বাংলাদেশের মো. ফরহাদ, মোঃ সম্রাট, মো. শাহাবুদ্দিন ও মো. শফিক ৮৫৬ স্কোর করে রৌপ্য জেতেন। নেপাল স্বর্ণ জিতে ৮৩৮ স্কোর করে আর শ্রীলংকা ব্রোঞ্জ জেতে ৮৭৮ স্কোর করে। মেয়েদের ব্যাক্তিগত ইভেন্টে জাকিয়া সুলতানা রৌপ্য জেতেন ৩১৭ স্কোর করে, স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে শ্রীলংকার প্রতিযোগীরা। মেয়েদের দলগত ইভেন্ট থেকে বাংলাদেশের নাসিমা আক্তার, সোনিয়া আক্তার ও জাকিয়া সুলতানা রৌপ্য জেতেন ৬৩৯ স্কোর করে। এই ইভেন্টে শ্রীলংকা স্বর্ণ ও নেপাল ব্রোঞ্জ জিতেছে। আর্চারির ফলাফল: পুরুষ রিকার্ভ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে রোমান সানা ৬৮৬ স্কোর গড়ে আট জনের মধ্যে সেরা হয়েছেন। তামিমুল ইসলাম (৬৬০) চতুর্থ হন। শনিবার রোমানের প্রতিপক্ষ নেপালের অসীম শেরচান। তামিমুল লড়বেন ভুটানের লাম দর্জির বিপক্ষে। মেয়েদের রিকার্ভ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ইতি খাতুন ৬৩২ ও মেহনাজ আক্তার ৬২৫ স্কোর নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হন। কোয়ার্টার ফাইনালে ইতির প্রতিপক্ষ নেপালের মিত্রা রায় ও মেহনাজের প্রতিপক্ষ নেপালের আয়শা তামাং। ছেলেদের কম্পাউন্ড এককের কোয়ালিফিকেশন রাউন্ডে সোহেল রানা ৬৯০ ও অসীম কুমার দাস ৬৮৮ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। কোয়ার্টার-ফাইনালে সোহেল নেপালের সন্তোষ মাল্লা ও অসীম শ্রীলঙ্কার কুরুকুলা পেরেরার বিপক্ষে খেলবেন। মেয়েদের কম্পাউন্ড এককের কোয়ালিফিকেশন রাউন্ডে সুস্মিতা বণিক ও সোমা বিশ্বাস ৬৮৫ ও ৬৮২ স্কোর গড়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হন। কোয়ার্টার-ফাইনালে বাই পাওয়ায় দুজনই সরাসরি সেমি-ফাইনালে খেলবেন। রিকার্ভ পুরুষ দলগততে বাংলাদেশ কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়েছে। মিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মেয়েদের বিভাগে প্রথম হওয়া বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলবে নেপালের বিপক্ষে। রিকার্ভ মিশ্রতে রোমান-ইতি জুটি বাছাইয়ে সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে। সেমিফাইনালে তারা নেপালের জুটির মুখোমুখি হবে। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের বাছাইয়ে সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিতে তাদের প্রতিপক্ষ নেপাল। কম্পাউন্ড মেয়েদের দলগত বিভাগের বাছাইয়ে সেরা হয়ে এবং সেমিফাইনালে বাই পেয়ে সরাসরি ফাইনালে খেলবে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগতকে কোয়ালিফিকেশন রাউন্ডে সেরা হয়ে ও বাই পেয়ে সরাসরি ফাইনালে খেলবে বাংলাদেশ (সুস্মিতা-সোহেল)। সাঁতারের ফলাফল: ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল আহমেদ ১৭ দশমিক ০০.৩৩ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফয়সাল আহমেদ। মেয়েদের ৪০০ মিটার ইনডিভিজ্যুয়াল মিডলেতে জুনাইনা আহমেদ ৫ দশমিক ২৫.২৩ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ ২ দশমিক ১৬.৩০ মিনিট সময় নিয়ে পঞ্চম হন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সুরাইয়া আক্তার ২ দশমিক ৩৮.৭৬ মিনিট সময় নিয়ে পঞ্চম হন। ষষ্ঠ নাইমা আক্তারের টাইমিং ২ দশমিক ৪৩.১৭ মিনিট। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ১ দশমিক ০২.৯৫ মিনিট সময় নিয়ে চতুর্থ হন। সুকুমার রাজ হন পঞ্চম (১ দশমিক ০৭.১২ মিনিট)। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমানা আক্তার ১ দশমিক ১৮.৮৭ মিনিট সময় নিয়ে পঞ্চম হন। সপ্তম হন মুক্তি খাতুন (১ দশমিক ২১.০৫ মিনিট)। ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা ২৩ দশমিক ০৪ সেকেন্ড সময় চতুর্থ এবং মাহফিজুর রহমান সাগর (২৩ দশমিক ৭৮) পঞ্চম হন। ফেন্সিংয়ের ফলাফল: ছেলেদের ইপে ইভেন্টে মোহাম্মদ ইমতিয়াজ, ছেলেদের সাবরে ইভেন্টে ইফতেখার আলম বিপুল ও মেয়েদের ফয়েল একক ইভেন্টে মাহিমা আক্তার মৌ ব্রোঞ্জ জিতেছেন। তিনটি ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য জিতেছে ভারতের প্রতিযোগীরা। ক্রিকেটের ফলাফল: ছেলেদের ক্রিকেটে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভুটান ২০ ওভারে ৭ উইকেটে তোলে ৬৯ রান। বাংলাদেশ ৬.৫ ওভারে ৭৪ রান তোলে। ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন সৌম্য সরকার। নাঈম করেন ১৬*। বাস্কেটবলের ফল: পুরুষ বাস্কেটবলে বাংলাদেশ-মালদ্বীপের খেলা নির্ধারিত সময়ে ৬৭-৬৭ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সমযে (৫ মিনিটের অতিরিক্ত সময়)। বাংলাদেশ ১১-০ পয়েন্টে এগিয়ে থেকে সব মিলিয়ে ৭৮-৬৭ পয়েন্টে জিতেছে।   কাবাডির ফলাফল: মেয়েদের কাবাডিতে শ্রীলঙ্কাকে ১৭-১৬ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ৯-৭ পয়েন্টে এগিয়ে ছিল। শনিবার নেপাল ও ভারত এই ইভেন্টের ফাইনাল খেলবে। শুটিংয়ের ফলাফল : মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর নিয়ে রৌপ্য পদক জিতেছেন আরদিনা ফেরদৌস আঁখি। এ ইভেন্টে স্বর্ণ ভারতের ও ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তানের প্রতিযোগী। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সেরা হন ভারতের সিরি পারমানানথাম।এর আগে মেয়েদের ১০মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ভারোত্তোলনের ফলাফল: পোখারায় মেয়েদের ৭১ কেজি ওজন শ্রেণীতে রোকেয়া সুলতানা সাথী রৌপ্য পদক জিতেছেন। স্ন্যাচে (৭০) ও ক্লিন অ্যান্ড জার্ক (৮৫) মিলিয়ে তিনি তুলেছেন ১৫৫ কেজি। ভারতের মানপ্রীত কউর জিতেছেন স্বর্ণ এবং নেপালের লক্ষী থাপা পেয়েছেন ব্রোঞ্জ। ছেলেদের ৮৯ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের শাখায়েত হোসেন রৌপ্য পদক জিতেছেন। স্ন্যাচ (১২৩ কেজি) ও ক্লিন জার্ক (১৪৫ কেজি) মিলিয়ে তিনি তুলেছেন ২৬৮ কেজি। এই ইভেন্টে নেপালের বিকাশ থাপা সব মিলিয়ে ২৬৯ কেজি তুলে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছে পাকিস্তানের আব্দুর রেহমান। অ্যাথলেটিক্সের ফলাফল : দশরথ স্টেডিয়ামের ট্র্যাকে ছেলেদের ৪গুন১০০ মিটার রিলেতে আব্দুর রউফ-শরিফুল- মোহাম্মদ ইসমাইল-হাসান মিয়া ৪২ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। শ্রীলঙ্কা (৩৯.১৪ সেকেন্ড) স্বর্ণ ও ভারত (৩৯.৯৭ সেকেন্ড) রৌপ্য পেয়েছে। মেয়েদের ৪ী১০০ মিটার রিলেতে শরিফা খাতুন- সোহাগী আক্তার-তামান্না আক্তার-শিরিন আক্তারে গড়া বাংলাদেশ দল (৪৭.২০ সেকেন্ড) সময় চতুর্থ হয়। এ ইভেন্টে শ্রীলঙ্কা (৪৪.৮৯ সেকেন্ড) স্বর্ণ ও ভারত (৪৫.৩৬ সেকেন্ড) রৌপ্য জিতেছে। হ্যান্ডবলের ফলাফল: বাংলাদেশ ৩৪-১৩ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধ্বে তারা ১৬-৬ গোলে এগিয়ে ছিল। সেমিফাইনালে শনিবার সকাল ৯টায় বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আগামীকাল শনিবার বিকাল ৪টায় পুরুষদের সেমিফাইনাল পাকিস্তানের সাথে। ফাইনাল এগিয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App