×

সাময়িকী

আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব আজ ও কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ পিএম

আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব আজ ও কাল
আজ ও আগামীকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব আয়োজন করছে চন্দ্রাবতী একাডেমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী সামনে রেখে উৎসবটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন দেশের মনস্বী পণ্ডিত বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেয়া হবে দেশের দুই খ্যাতিমান শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী ও ফরিদুর রেজা সাগরের হাতে। দুশ বছরের শিশুসাহিত্যের সেরা লেখা নিয়ে শিশুসাহিত্যিক ফারুক হোসেন সম্পাদিত সংকলন সেরাদের সেরা লেখার মোড়ক উন্মোচন করা হবে। দুদিনব্যাপী উৎসবের বিভিন্ন অধিবেশনে প্রবন্ধ পাঠ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান এবং ছড়া কবিতা আবৃত্তির মাধ্যমে আমাদের শিশুসাহিত্যের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App