×

জাতীয়

সমাজে মধ্যবিত্ত বাড়ার পক্ষে জিএম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

সমাজে মধ্যবিত্ত বাড়ার পক্ষে জিএম কাদের
সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেহারে গরীব মানুষের সংখ্যা কমছে না। খুব বেশি গরীব আর বেশি ধনীর সংখ্যা বাড়া সুষ্ঠু সমাজের লক্ষণ নয়। তিনি বলেন, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App