×

বিনোদন

সমরেশ মজুমদারের উপন্যাস থেকে ওয়েব সিরিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ পিএম

সমরেশ মজুমদারের উপন্যাস থেকে ওয়েব সিরিজ
২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ সৈয়দা তাজ্জি। অভিনয় করেছেন নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনে। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া থেকে দুই মাসের জন্য দেশে এসেছেন। এসেই অভিনয় করেছেন বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত একটি ওয়েব সিরিজে। আলফা আই প্রযোজিত এই ওয়েব সিরিজটি কলকাতার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের উপন্যাস ‘উৎসবের রাত’ অবলম্বনে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন সায়ান দাসগুপ্ত। সম্প্রতি কলকাতাতে টানা ৯ দিন এই ওয়েব সিরিজটির শুটিং হয়। তাজ্জি বলেন, এই কাজটির বিষয়ে আলফা আইয়ের শাহরিয়ার শাকিল ভাই আমাকে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায়ই বলেছিল। কিন্তু গল্প এবং স্ক্রিপ্টের নানান বিষয় দেশে আসার পর জানতে পারি। এমন একটি টিমে কাজ করতে পেরে আমি সত্যিই মুগ্ধ। এখানে আমি মাহী চরিত্রে অভিনয় করেছি। ওয়েব সিরিজটিতে তাজ্জি ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। এর আগে তাজ্জি টিভি নাটক নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালিত একটি নাটকেও কাজ করেছেন। ‘বুঝ বালিকা অবুঝ বালক’ শিরোনামের এই নাটকটিতে তাজ্জির সঙ্গে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এই কাজগুলো ছাড়াও তাজ্জি নির্মাতা গৌতম কৈরির আরো একটি নাটকে অভিনয় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App