×

সারাদেশ

লোহার সেতু ভেঙে ছয় গ্রামের মানুষের দুর্ভেোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:১২ পিএম

লোহার সেতু ভেঙে ছয় গ্রামের মানুষের দুর্ভেোগ
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের সাপুরিয়া নদীর ওপর লোহার সেতু ভেঙে দুর্ভেোগে এলাকার ছয় গ্রামের জনগন। গত ১৩ নভেম্বর সকাল ৯ টার দিকে হঠাৎ ভেঙে যায় ত্রিশ বছরের বেশি সময় ধরে এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা লোহার সেতুটি। হঠ্যৎ করে সেতুটি ভেঙে ভোগান্তি পোহাতে হচ্ছে মধুখালী, আরামগঞ্জ, আলীগঞ্জ, সাপুড়িয়া, গোলবুনিয়া, বাইসাখোলা গ্রামের এলাকাবাসী ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে তাদের খেঁয়া নৌকায় নদীটি পাড় হতে হচ্ছে । স্থানীয় সূত্রে জানা যায় ১৯৮৭-৮৮ সালের দিকে সাপুরিয়া খালের উপর লোহার সেতুটি নির্মিত হয়। এ সেতু দিয়ে প্রতিদিন আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেগাছিয়া আশ্রাফুল উলুম কেরাতুল কোরআন কওমিও মাদ্রাসা, আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরামগঞ্জ মহিলা হাফেজিয়া মাদ্রাসা, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত জনগন যাতায়াত করত। এব্যাপারে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জনান, লোকজন পারাপারের জন্য দ্রুত বাাঁশের সাঁকোর ব্যাবস্থা করা হবে। কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুল মন্নান জানান,সাপুরিয়া খালের উপর লোহার সেতু ভেঙ্গে একটি বেইলি সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ৪১ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। জাইকা এ সেতুর অর্থায়ন করবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App