×

খেলা

রেকর্ডের বন্যা সালমা বাহিনীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:০১ পিএম

রেকর্ডের বন্যা সালমা বাহিনীর

এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে রেকর্ডের বন্যা বইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে সালমারা। মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সবোর্চ্চ রান এটি।

২০১৯ সালের ২০ জুন মালির বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড  গড়ে উগান্ডার মেয়েরা। এই মালির বিপক্ষেই ২২ জুন দ্বিতীয় সর্বোচ্চ ২৮৫ রান করে তানজানিয়ার মেয়েরা। এবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ করেছে তৃতীয় সর্বোচ্চ ২৫৫ রান।

২৫৫ রানের জবাবে খেলতে নেমে টাইগ্রেস বোলারদের তান্ডবে মাত্র ৬ রানেই সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় মালদ্বীপ। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালের ২০ জুন মালির মেয়েদের ৬ রানে অলআউট করে দেয় রুয়ান্ডার মেয়েরা। এই রেকর্ডটিও রুয়ান্ডা তাদের সর্বোচ্চ রান করার ম্যাচেই গড়ে।

২৪৯ রানে বাংলাদেশের দুর্দান্ত বিশাল এই জয় মেয়েদের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App