×

সারাদেশ

ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ পিএম

ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
ভোলায় ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠীর সংগঠন বিডিইআরএম। বৃহস্পতিবার সকাল (০৫ ডিসেম্বর) ১১ টার সময় ভোলা প্রেসক্লবের সামনে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত "বিষম্য বিলোপে আইন" দ্রূত প্রণয়ন করা, জাতীয় সংসদে সাধারন ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি'র বরাদ্দ বৃদ্ধি করা, সকল মহানগরী ও পৌরসভা সমুহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যাবস্থা করা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দলিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যােগ গ্রহন এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান করা ও সরকারি চাকুরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রবর্তন করতে হবে বলে এই ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সাংবাদিকেদের উদ্দেশ্য লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি চন্দ্র মোহন সিডু। এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক স্বপন কুমার দে, সদর উপজেলার সাধারন সম্পাদক গোপাল রবিদাস সহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App