×

জাতীয়

ভেতরে ক্ষোভ-হট্টগোল, বাইরে সেলফি উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:০৩ পিএম

কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করায় আদালতের ভেতরে চলছিল তুমুল হৈ হট্টোগোল। দলীয় প্রধানের জামিনের জন্য আইনজীবীরা চিৎকার করছিলেন। তবে এমন পরিস্থিতির মধ্যেও আদালতের বাইরে দেখা গেছেন ভিন্নচিত্র।

চেয়ারপারসনের জামিন হবে এমন প্রত্যাশায় আদালত প্রাঙ্গণে আসা দলীয় নেত্রীরা তখন সিলফি উৎসবে মেতে উঠেছিলেন। কয়েকজন নেত্রী দলবদ্ধ হয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে তাদের সেই সেলফি উৎসবের ছবি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে জড়ো হয়েছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ পরবর্তী শুনানির সময় ধার্য করেন ১২ ডিসেম্বর।

এসময় খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করায় আদালতে তুমুল হৈ চৈ হট্টগোল শুরু করেন আইনজীবীরা। এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে বিচারপতিরা কোনো আদেশ না দিয়েই এজলাস কক্ষ ত‌্যাগ করেন।

ঠিক একই সময়ে আদালত চত্বরে জড়ো হওয়া বিএনপির ছয় নারী নেত্রীকে দেখা গেছে বেশ খোশ মেজাজে। তারা সবাই মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে সেলফি তুলছিলেন। বেশ সময় ধরে নেত্রীরা আদালত চত্বরে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন।

তবে ঠিক একই সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছিলেন মহিলা দলসহ অন্য অঙ্গদলের নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App