×

মুক্তচিন্তা

ব্রিটেন নির্বাচন ও ব্রেক্সিটের ভবিষ্যৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২২ পিএম

নানা সমীকরণের পর অবশেষে ব্রিটেনের দুই-তৃতীয়াংশের অধিক এমপি আগাম নির্বাচন দিতে সম্মত হয়েছেন। আগামী ১২ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো মরণপণ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ব্রেক্সিট এবং দেশের উন্নয়নের জন্য জনগণকে মুখ খুলতে হবে। ব্রেক্সিট চুক্তি ও পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে এই নির্বাচন ভ‚মিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সময় ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য। ২০১৮ সালের নভেম্বরে ব্রিটেন এবং ইইউ এই চুক্তিতে একমত হয়। তবে তা কার্যকর করতে হলে ব্রিটিশ এমপিদেরও একমত হয়ে বিলটি পার্লামেন্টে পাস করতে হবে। প্রথমবার ১৫ জানুয়ারিতে ভোট হয়, এতে প্রধানমন্ত্রী থেরেসা মে ২৩০ ভোটের ব্যবধানে হেরে যান। ১২ মার্চ এমপিরা আবারো এই চুক্তির বিপক্ষে ভোট দেন। এবারের ব্যবধান হয় বিলের বিপক্ষে ৩৯১ এবং পক্ষে ২৪২ ভোট। ২৩ মে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন হয়। ইইউ হুঁশিয়ার করে দেয়, ব্রিটেন এই নির্বাচনে অংশ না নিলে এরপর আর সময় বাড়ানো হবে না। এদিকে বিলটি নিয়ে ব্রিটেনের সরকার ও জনগণ বিভক্ত। বেশিরভাগ জনগণ এ বিলের বিরুদ্ধে। তাদের অনেকের দাবি হলো, বিলটি ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে ইইউর প্রভাব নিয়ন্ত্রণ করার মতো সুযোগ দেয়নি। এরচেয়েও বড় আপত্তি হলো আইরিশ সীমান্তের সীমানা নিয়ে। এদিকে সরকারের ধারণা হলো, এর ফলে কিছু খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে এবং কাস্টমসের চেকিংয়ের জন্য হাজার হাজার পাউন্ড খরচ হতে পারে। ব্রেক্সিট ইস্যুতে বিতর্ক যেন শেষ হতেই চায় না। ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে বিদায় নিলেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। তিনি সমস্যার সমাধানের চেষ্টা করেন। অবশেষে ব্রেক্সিট ইস্যুতে টানা ক’মাস টানাপড়েনের পর পার্লামেন্ট সদস্যদের ভোটে আগাম নির্বাচন দিতে বাধ্য হলেন। পার্লামেন্টে আগাম নির্বাচনের পক্ষে ভোট পড়েছে ৮৩৮ এবং বিপক্ষে ২০ জন। এই ভোটের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ডিসেম্বর ২০১৯ ব্রিটেনের সাধারণ নির্বাচন। ইউরোপের ২৮টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যার সংক্ষেপ হলো-‘ইইউ’। এই জোটের সদস্য দেশগুলোর সুবিধা হলো তারা নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে এবং এক দেশের নাগরিক জোটভুক্ত যে কোনো দেশে গিয়ে থাকতে ও কাজ করতে পারেন। এই ইউনিয়নের সঙ্গে ব্রিটেন থাকবে কিনা, তা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। মার্গারেট থেচারের প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে এই বিতর্কে। শেষ পর্যন্ত ২০১৬ সালের ২৩ জুন গণভোট হয়। এতে ৫২ শতাংশ ভোট পড়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে আর ৪৮ শতাংশ ভোট ছাড়ার বিপক্ষে। এরপরও বিতর্ক থামে না। ছাড়ার ক্রিয়া-পদ্ধতি নিয়ে বিতর্ক শুরু হয়। চলতে থাকে আলোচনা এবং সমালোচনা। ব্রেক্সিট নিয়ে এমন অচলাবস্থার অবসানে অবশেষে আগাম সাধারণ নির্বাচনের পথ বেছে নিতে হয়েছে। আগাম নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে প্রস্তাব এনেছিলেন সেটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাতিল হয়ে গেছে। এর আগে সংসদ সদস্যরা ‘নো-ডিল ব্রেক্সিট’ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে চুক্তি ছাড়া বেরিয়ে যাওয়ার বিষয়টি আটকে দিয়ে একটি বিল পাস করেছে পার্লামেন্ট। এ বিল যদিও এনেছে বিরোধী দলগুলো, তবে তাদের সঙ্গে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একদল বিদ্রোহী এমপিও। এই বিলে কনজারভেটিভ পার্টির যে এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তাদের বিদ্রোহী চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আবার দলে ফিরিয়ে নেয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আশা করছেন, ব্রেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টে অচলাবস্থা নিরসনে তাকে ব্রিটিশ জনগণ নতুন করে ম্যান্ডেট এনে দেবে এ নির্বাচনে। লেবার নেতা জেরেমি করবিন বলেন, দেশ সংস্কার এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এই নির্বাচন বর্তমান প্রজন্মের কাছে একটি সুযোগ। তার দল এখন দেশের সত্যিকারের পরিবর্তনের জন্য সবচেয়ে গঠনমূলক আর জোরালো প্রচারণা শুরু করবে, যা এই দেশ এর আগে কখনো দেখেনি। লেবারের ইশতেহারকে অনেকেই মনে করেন ব্রিটেনের জনগণের প্রত্যাশার প্রতীক এবং তা এমন একটি ইশতেহার, যা ব্রিটেনে সত্যিকারের পরিবর্তন আনবে। জেরেমি করবিন নিজেও মনে করেন, এই দশকের মধ্যে তার ইশতেহারে রয়েছে বৈপ্লবিক এবং প্রেরণাদায়ক পরিকল্পনা। জেরেমি করবিনকে যারা জানেন, তারা স্বীকার করবেন, তিনি মিডিয়ার সামনে অভিনয় জানেন না, অভিনয় করেন না। তিনি তা-ই বলেন যা বিশ্বাস করেন। অনেকেই মনে করেন, নির্বাচনে জেরেমি জিতে যেতে পারেন। আমরাও চাই তিনি জিতে গিয়ে সরকার গঠন করুন। আসলে পৃথিবীতে কিছু মানুষ এমন আছেন যাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকলেও ভালোবাসা কিংবা শ্রদ্ধা হয়ে যায়। এমনি একজন ব্যক্তিত্ব হলেন ব্রিটেনের বর্তমান লেবার পার্টি নেতা জেরেমি করবিন। আমাদের যতটুকু জানা, তিনি আজীবন সাধারণ মানুষের মুক্তির স্বার্থে কথা বলেছেন, সংগ্রাম করেছেন। তিনি প্রতিবাদ করেছেন ধনী-তোষণের রাজনৈতিক নীতিগুলোর। বিশ্বের যেখানেই মানুষ নির্যাতিত সেখানেই তিনি প্রতিবাদমুখর হয়ে ময়দানে এসেছেন। বিভিন্ন দেশের মুসলিম নির্যাতনের বিরুদ্ধেও তিনি প্রকাশ্য মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। ফিলিস্তিনের পক্ষে গলায় ফিলিস্তিনি কালো রুমাল বেঁধে রাজপথে মিছিলে অংশ নিয়েছেন। অনেকে তার বিরুদ্ধে প্রকাশ্য বা গোপনে কাজ করেছেন কিংবা করছেন। ইরাক, সিরিয়া, লিবিয়া যুদ্ধে পশ্চিমাদের ভ‚মিকার তিনি স্পষ্ট বিরোধী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নিজ দেশে বন্ধ করবেন পরমাণু অস্ত্র উৎপাদন। কর হার বাড়াবেন বড় করপোরেট ও ধনীদের। তার প্রতিশ্রুতির মধ্যে আরো রয়েছে নিম্নতম মজুরি ১০ পাউন্ড নির্ধারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেল যোগাযোগ রাষ্ট্রায়ত্ত করা, চিকিৎসা খাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি জোরদার করা। সর্বোপরি তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কাজ করবেন বৃহৎ জনগোষ্ঠীর জন্য, গুটিকয়েক ধনী ব্যক্তির জন্য নয়। ডিসেম্বর মাস ব্রিটেনে ক্রিসমাস, বকসিন ডে এবং ১ জানুয়ারি নিউইয়ার ডে ইত্যাদি অনুষ্ঠানের কারণে সেখানে আয়োজন থাকে অন্যরকম। সাধারণত এই মাসে নির্বাচন হওয়ার নিয়ম নেই। তাই ব্রিটেনে দেখা যায় ডিসেম্বর মাসে মাত্র দুটি নির্বাচন হয়েছে। প্রথমটি হয়েছিল ১৯২৩ সালে। আর দ্বিতীয়টি হবে ১২ ডিসেম্বর ২০১৯। এখন শুধু অপেক্ষার পালা। রায়হান আহমেদ তপাদার : কলাম লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App