×

সারাদেশ

সাহাগোলা ইউনিয়নে ধান ক্রয়ে কৃষকদের লটারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ পিএম

সাহাগোলা ইউনিয়নে ধান ক্রয়ে কৃষকদের লটারি
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষ্যে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি আত্রাই, নওগাঁর আয়োজনে আমন সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে ধান ক্রয় শুরু হওয়ায় কৃষকের মুখে হাঁসির ঝিলিক দেখা দিয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আবাদী জমির মালিকানা অনুসারে কৃষকদের বড়, মাঝারী ও প্রান্তিক এই তিন শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণী অনুসারে বড় কৃষক সংখ্যার ২০ শতাংশ, মাঝারী কৃষক সংখ্যার ৩০ শতাংশ এবং প্রান্তিক কৃষক সংখ্যার ৫০ শতাংশ হারে গোডাউনে ধান দিতে পারবে। যে সমস্ত কৃষক ইতিপূর্বে লটারীর মাধ্যমে গোডাউনে ধান দিয়েছে তারা এই মৌসুমে সুযোগ পাবে না। ২৮ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে সরকার ৫২৬ মেট্রিক টন ধান অত্র উপজেলায় ক্রয় করবে । বুধবার ৪ ডিসেম্বর ১নং সাহাগোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ঐ ইউনিয়নের ১৩২৭ জন কৃষকের মধ্যহতে লটারির মাধ্যমে ১০৩ জন ভাগ্যবান কৃষকের উদ্যেশে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম ধান ক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত কল্পে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আজ যাদের লটারিতে নাম উঠেছে তাদের প্রত্যেকের নামে আমার স্বাক্ষর করা চিঠি এবং মোবাইলে এসএমএস যাবে। গোডাউনে ধান দেওয়ার সময় চিঠি এবং এসএমএস এর কপি লাগবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন, বেলাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, চেয়ারম্যান আল্লামা শের-ই-বিপ্লব,খাদ্য গোডাউন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল হক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App