×

খেলা

মালদ্বীপের বিপক্ষে ১০৯ রানের দাপুটে জয় বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ এএম

মালদ্বীপের বিপক্ষে ১০৯ রানের দাপুটে জয় বাংলাদেশের

ফাইল ছবি

এস এ গেমসে ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১০৯ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। পুরো ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে সমর্থ হয় তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে অধিনায়ক সৌম্যর ব্যাট থেকে। মালদ্বীপের হয়ে একটি করে উইকেট তুলে নেন ইব্রাহিম হাসান, আজান ফারহাত ও মোহাম্মদ মাহফুজ।

উল্লেখ্য এস এ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১০ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো হওয়া ক্রিকেটের ইভেন্টে স্বর্ণ জিতেছিল তারা। এরপর দীর্ঘ ৯ বছর পর আবার এস এ গেমসে ফিরেছে ক্রিকেট। তাই এবারের প্রতিযোগিতাটি বাংলাদেশের জন্য স্বর্ণ ধরে রাখার মিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App