×

পুরনো খবর

বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৯ পিএম

বিএসএফ’র গুলিতে আহত যুবকের মৃত্যু

বিএসএফ/ ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত যুবক আবুল হাসেমের (২৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল হাসেম। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মামুন উর রশিদ ও নারায়ণপুর ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন।

আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে। এর আগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে বিএসএফ’র গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোর রাতে আবুল হাসেমসহ ৪/৫জনের একটি দল গরু আনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০গজ ভিতরে প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফ’র সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসেম। পরে সঙ্গিরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App