×

বিনোদন

প্রথমবার একসঙ্গে সুইটি, দীপা ও মৌ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ পিএম

প্রথমবার একসঙ্গে সুইটি, দীপা ও মৌ

এবারই প্রথম জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি, দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ একসঙ্গে তিনজন একই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে এই বিজয় দিবসে প্রচারিত হবে সুইটি, দীপা ও মৌ অভিনীত বিশেষ নাটক ‘মেঘ ভাঙ্গা রোদ’। নাটকটি রচনা করেছেন ড. ইনামুল হক। এরইমধ্যে রাজধানীর উত্তরা, বিটিভি’সহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুইট বলেন, ‘মেঘ ভাঙ্গা রোদ নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে। কারণ এই নাটকের গল্পটা স্বাধীনতার সময়ের প্রেক্ষাপট এবং এই সময়ের প্রেক্ষাপটের গল্প। ইনাম স্যারের গল্পে এর আগেও অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে গল্প রচনা করেন। যে কারণে গল্পের ভেতরটা অনুভব করে আমরা আমাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি অনায়াসে। আর এই নাটকে একসঙ্গে আমরা তিনজন-আমি দীপা ও মৌ অভিনয় করেছি। যে কারণে সময়টাও দারুণ উপভোগ করেছি।’

দীপা খন্দকার বলেন, ‘সুইটি আপু ও মৌ’র সঙ্গে সবসময়ই আমার সময়টা দারুণ কাটে। একসঙ্গে আমরা একই নাটকের শুটিং করেছি বেশ ভালো লাগা নিয়ে।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের সবারই গেটআপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। গল্পে সময়ের পরিবর্তনটা তুলে ধরা হয়েছে চমৎকারভাবে। আমার দু’জন প্রিয় মানুষ সুইটি আপু ও দীপু আপুর সঙ্গে একই নাটকে অবশেষে কাজ করা হয়ে উঠলো এবং একটি বিশেষ দিবসের নাটকে। এটা আমার কাছে প্রথম ভালোলাগা। আর ইনাম স্যারের গল্পে অভিনয় করেছি এটাও আমার অনেক ভালো লাগার বিষয়।’

নাটকে আরো অভিনয় করেছেন এস এম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিল্লোল, সাব্বির আহমেদ’সহ আরো অনেকেই। এদিকে তানভীন সুইটি অভিনীত আকরাম খান পরিচালিত ‘কালের যাত্রা’ ধারাবাহিকটি নিয়মিত প্রচার হচ্ছে বিটিভিতে। এছাড়া দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে একসঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এই নাটকটিও বিটিভিতে প্রচার হচ্ছে নিয়মিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App