×

সারাদেশ

পুঠিয়ায় মহান বিজয় দিবস উদযাপনে নানা আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ এএম

পুঠিয়ায় মহান বিজয় দিবস উদযাপনে নানা আয়োজন
রাজশাহীর পুঠিয়ায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপনে দিনভর নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সারা দেশের ন্যায় পুঠিয়া পি এন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসুচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরেরদিন ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হবে। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন । সকাল সাড়ে ৯ টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী এবং অন্যন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের কুচকাওয়াজ ও শারীরীক কসরত প্রদর্শনী এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা শীর্ষক আলোচনা সভা ও সভা শেষে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা। দুপুরে জাতির শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, ও অন্যন্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এছাড়াও এদিন উপজেলার সকল হাসপাতাল এতিমখানা ও শিশু নিকেতনে উন্নত মানের খাবার পরিবেশন ও বিকেলে পিএন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সুধীজন একাদশ দলের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী আলোচনা সভা এবং প্রতিযোগীদের হাতে পুরুস্কার বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে দিনভর নানা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করাও হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App