×

পুরনো খবর

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:০৫ পিএম

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মুদি দোকানগুলোতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৩ মুদি দোকান মালিকের ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর রামপুর বাজারে অভিযান চালিয়ে মুদি দোকান মালিক রঞ্জু মিয়াকে ২ হাজার, তোতা মিয়াকে ৫ হাজার, দিলীপ কুমার সরকারকে ৫ হাজার ও রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৫৩ নং আইন অনুযায়ী ধান, গম, চাল, ভুট্টা, সার, চিনি এবং উক্ত আইনের সংশোধিত ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় উক্ত আইনের ৪ নং ধারা অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App