×

বিনোদন

নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ এএম

নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’
গত ১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেশের প্রথম অমনিবাস ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। বর্তমানে রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে চলছে ছবিটি। এর আগে গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির। এরপর এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, সুমি, শেহতাজসহ অর্ধশতাধিক অভিনেতাদের অভিনয়ে নির্মিত দেশের প্রথম অমনিবাস ‘ইতি, তোমারই ঢাকা’ দেখা যাবে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন এই বিষয়ে বলেন, সারা বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৬ কোটি। এই বিশালসংখ্যক দর্শকের সামনে এর আগে ইমপ্রেস থেকে সরাসরি নেটফ্লিক্সে স্থান করে নিয়েছিল ‘কমলা রকেট’। তারই ধারাবাহিকতায় এবারো ইমপ্রেস থেকেই নেটফ্লিক্সের মতো প্লাটফর্মে যাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। শুধু তাই নয়, এটা বাংলাদেশের নতুন নির্মাতাদের জন্যও আশার খবর। তবে কবে থেকে নেটফ্লিক্সে ছবিটি দেখা যাবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিন উল্লেখ না করলেও ডিসেম্বর থেকেই নেটফ্লিক্সে পাওয়া যাবে বাংলাদেশের প্রথম অমনিবাস ‘ইতি, তোমারই ঢাকা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App