×

সারাদেশ

ধুনটে কৈশোরকালীন মাতৃত্ব রোধে অবহিতকরণ সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম

ধুনটে কৈশোরকালীন মাতৃত্ব রোধে অবহিতকরণ সভা
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় ৭-১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. সুমন কুমার সাহা, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, এলাঙ্গী ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজ হায়দার, গোসাইবাড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, চিকাশি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিদ্যুৎ হোসেন, মথুরাপুর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা লাভলি আক্তার ও মথুরাপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী লতিফা আক্তার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App