×

জাতীয়

ঢাকার প্রায় অর্ধেক মানুষ হতাশায় ভুগছে!

Icon

nakib

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৬ পিএম

ঢাকার প্রায় অর্ধেক মানুষ হতাশায় ভুগছে!

ঢাকার প্রায় ৬৮ শতাংশ মানুষ কোন না কোন রোগে আক্রান্ত এবং মোট জনসংখ্যার ৪৪ শতাংশই হতাশায় ভুগছে। গত জুন-জুলাই মাসে ঢাকার সাড়ে ১২ হাজার মানুষের উপর এক সমীক্ষা চালিয়ে এমন তথ্য জানায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস।

এ হতাশার কারণ অসুস্থতা বলে জানায় প্রতিষ্ঠানটি তাছাড়া ১৭% মানুষ দরিদ্র যাদের অধিকাংশের আবাসনের কোন নিশ্চয়তা নেই। তাছাড়া ট্রাফিক জ্যাম, বাতাসের মান, বিশুদ্ধ পানির অভাব, নারী নিরাপত্তার অভাবসহ আরো কিছু কারণ রয়েছে হতাশা বা বিষন্নতার পিছনে।

গবেষণায় প্রাপ্ত কিছু বৈশিষ্ট্য:

১. ঢাকায় অর্থ উপার্জনের সুযোগ সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও এখানেও অনেক দরিদ্র আছে ২. ঢাকার মাত্র চার ভাগের একভাগের নিজস্ব বসবাসের জায়গা আছে ৩. ক্ষুদ্র পেশাজীবী বা বেতনভুক্ত চাকুরেরাই পেশাজীবী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করছে ৪. অভিবাসন প্রবণতায় পরিবর্তন এসেছে। এখন উত্তরাঞ্চল থেকে বেশি লোক ঢাকায় আসছে ৫. ট্রাফিক জ্যাম, বায়ু দূষণ, বিশুদ্ধ পানির অভাব ও বাজে রাস্তাঘাট নগরবাসীর বড় সমস্যা ৬. আবার এসব অনেক অসুবিধা সত্ত্বেও মানুষ তেমন অসুখী নয় কারণ কাজের সুযোগের পাশাপাশি ঢাকাতেই শিক্ষা ও স্বাস্থ্যসেবা বেশি আছে ৭. অন্যদিকে শিক্ষা নিয়েও উদ্বেগ আছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App