×

সারাদেশ

ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও বিচারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ পিএম

ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কার ও বিচারের দাবি
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল হাচানের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগে বিচার ও বহিস্কারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী। বুধবার(৪ডিসেম্বর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার সড়কে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আবুল হাচানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখেন,জোড়াবাড়ী ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন,আ.লীগ নেতা অমরজিৎ সিংহ,রাজকুমার রায়,৩নং ওয়ার্ড আ.লীগ সা: সম্পাদক মফিজুল হক,৩নং ইউপি সদস্য আব্দুস ছালাম,৮নং ইউপি সদস্য জাহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা রমজান আলী প্রমূখ।বক্তরা বলেন,আবুল হাচান চেয়ারম্যানের ছেলে মোমিনুর রহমান অলিখিত ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পিতা-পুত্র উভয়েই ইউনিয়নে বিভিন্ন অপকর্ম ও দূর্নীতি করছে, অর্থ বিনিময় ছাড়া কোন কাজ করেন না তারা। মানববন্ধনে অংশগ্রহনকারী জোড়াবাড়ী ইউনিয়নের আ.লীগের নেতাকর্মী ও সাধারন এলাকাবাসী দ্রুত দূর্নীতিবাজ চেয়ারম্যান আবুল হাচানের বহিস্কার ও শাস্তি দাবী করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App