×

সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ পিএম

চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ
যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর দফাদার পাড়া জামে মসজিদের উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৩ নং সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের বিরুদ্ধে। চৌগাছা পিআইও অফিস সূত্রে জানা যায় ২০১৮-১৯ অর্থবছরে ইউনিয়নে সরকারি অর্থ বরাদ্দের (গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিয়ার / গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা) ৬০ হাজার টাকা জাহাঙ্গীরপুর দফাদার পাড়া জামে মসজিদ উন্নয়নয়নে নামে বরাদ্দ দেখানো হয়। সেই টাকা ২০১৯ সালের এপ্রিল মাসের ১৭ তারিখে উপজেলা পিআইও অফিস থেকে উঠানো হয়েছে। সেখানে টাকা গ্রহীতা হিসাবে সাইদ নামে একজনের স্বাক্ষর আছে। জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি সাঈদ আহমদ বলেন ইউনিয়ন চেয়ারম্যান বাদল আমাকে বলেন আপনার মসজিদের জন্য কিছু টাকা বরাদ্দ এসেছে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি ছবি আমাকে দেন। পরবর্তীতে আপনাকে সই স্বাক্ষর করতে হবে। কিছুদিন পরে জুন মাসের ২৪ তারিখে চেয়ারম্যান বাদল দশ হাজার টাকা দেন। তিনি সভাপতি কে বলেন মসজিদের নামে ৩৫ হাজার টাকা বরাদ্দ এসেছে। অফিসে অনেক খরচ সবকিছু বাদ দিয়ে আপনাকে এই টাকা দেওয়া হল। এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমি একটু বাইরে আছি। কাগজপত্র না দেখে কিছু মন্তব্য করতে পারছিনা। এ বিষয়ে সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল বলেন, এ টাকা গত বছরের। ওখান টাকার পরিমাণ হবে ৪৫ হাজার । টাকা কে উঠিয়ে নিয়ে গেল জানতে চাইলে তিনি বলেন মসজিদ কমিটিৱ সভাপতি এবং আমি থেকে সমস্ত টাকা উঠিয়েছি। মসজিদ কমিটির সভাপতির হাতে সমস্ত টাকা আমি বুঝিয়ে দিয়েছি বলে তিনি জানান। কত টাকা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন ভ্যারাইটি বাদ দিয়ে সমস্ত টাকায় তাদেরকে দিয়ে দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App