×

আন্তর্জাতিক

চাঁদের বুকে নিখোঁজ ল্যান্ডারের সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮ এএম

চাঁদের বুকে নিখোঁজ ল্যান্ডারের সন্ধান
চাঁদের বুকে নিখোঁজ ল্যান্ডারের সন্ধান
চন্দ্রপৃষ্ঠে ভারতীয় ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা জানায়, চাঁদকে প্রদক্ষিণ করা তাদের একটি উপগ্রহ চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। গত ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে নেমে আসার সময় চন্দ্রযান-২-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডারটির। নাসা তাদের অরবিটারের তোলা কয়েকটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে ল্যান্ডার বিক্রমের অবতরণের চেষ্টায় চন্দ্রপৃষ্ঠে কী প্রভাব পড়েছে এবং ল্যান্ডারটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে। এক বিবৃতিতে নাসা জানায়, মূল ঘটনাস্থলের প্রায় ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে শানমুগা সুব্রহ্মনিয়ম ওই ধ্বংসাবশেষ পড়ে থাকার জায়গাটি শনাক্ত করেন। শানমুগা এলআরও প্রকল্পের মাধ্যমে ধ্বংসাবশেষের ইতিবাচক শনাক্তকরণের কথা জানিয়েছিলেন এর আগে। তার কাছ থেকে আভাস পাওয়ার পরই এলআরসি টিম আগে ও পরে তোলা ছবিগুলোর মধ্যে তুলনা করে শনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করে। প্রথম ছবিগুলোতে যেখানে ল্যান্ডার বিক্রম অবতরণের চেষ্টা করে সেই স্থানটি নির্দেশ করে। যদিও তখন সেই ছবিতে অত্যন্ত অল্প আলো থাকায় তা শনাক্ত করা খুবই দুঃসাধ্য ছিল। পরের ছবিগুলো যথাক্রমে ১৪ এবং ১৫ অক্টোবর ও ১১ নভেম্বর তোলা হয়। এলআরওসি টিম এই নতুন ছবিগুলোতে আশপাশের অঞ্চলকেও স্পষ্ট করে তুলে ধরেছে। নাসার প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রং করে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়। নীল রঙের মাধ্যমে বিক্রমের ধ্বংসাবশেষ এবং সবুজ রং দিয়ে বোঝানো হয়েছে বিক্রমের ভেঙে পড়া টুকরোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত চাঁদের জমিন। গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের সময় চন্দ্রযান-২-এর অরবিটারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে থাকার সময় আকস্মিকভাবে সংকেত পাঠানো বন্ধ করে দেয় ল্যান্ডার। এই বিক্রমের মধ্যেই ছিল রোভার প্রজ্ঞা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App