×

রাজনীতি

খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল হচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ পিএম

খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল হচ্ছে না

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামী ১২ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি হওয়ার কথা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার রিপোর্ট নির্ধারিত দিনে রিপোর্ট দাখিল করতে না পারায় শুনানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্যরা বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিভিন্ন রোগব্যাধির রিপোর্টসহ সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা নিয়ে পর্যালোচনা সভা করেন। কিন্ত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আাদালতে সুনির্দিষ্ট স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলের ব্যাপারে সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এ কারণে বৃহস্পতিবার তারা আদালতে সময় প্রার্থনা করবেন বলে মেডিকেল বোর্ডের এক সদস্য নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউ এর উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ভোরের কাগজকে বলেন, এখনো রিপোর্টটা হাতে পাইনি। কিছু মেডিকেল পরীক্ষা-নিরিক্ষা এখনো বাকি আছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালের মধ্যে রিপোর্ট হাতে পেলে আশা করছি সেটা আদালতে পেশ করতে পারবো। অন্যথায় আমরা সময়ের জন্য আবেদন করবো।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ কপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছে গত সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পৌঁছে। বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) মধ্যে এ রিপোর্ট দাখিল করতে বলা হয়। এদিন আদেশের জন্য দিনও ধার্য করেন আদালত।

গত ২৮ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ওইদিন আপিল বিভাগে অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App