×

পুরনো খবর

মালয়েশিয়ায় ট্যাটু প্রদর্শনী নিয়ে বিতর্ক তুমুলে

Icon

nakib

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম

মালয়েশিয়ায় ট্যাটু প্রদর্শনী নিয়ে বিতর্ক তুমুলে

মালয়েশিয়ার রাজধানী কুয়লালামপুরে সম্প্রতি ৩৫ দেশের আর্টিস্টদের অংশগ্রহণে ট্যাটু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে অর্ধনগ্ন অবস্থায় পুরুষ ও নারীদের ট্যাটু আকার ছবি ভাইরাল হলে এ নিয়ে মুসমিল প্রধান দেশটিতে ব্যাপক বিতর্ক দেখা দেয়।

এ প্রদর্শনীকে অশ্লীল আখ্যা দিয়ে এ বিষযে তদন্ত করার করার ঘোষণা দেন দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রী মুহাম্মদ কেপাটি। এ সময় তিনি অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে এ ধরনের নগ্নতাকে দেশটির সংস্কৃতির অংশ নয় বলে মন্তব্য করেন। মুসলিম সংখ্যাগরিষ্ট জনসংখ্যার কথাও স্বরণ করিয়ে দেন মন্ত্রী।

২০১৫ সাল থেকে এ প্রদর্শনী চলে আসলেও এবারই প্রথম বিতর্কের মুখে পড়লো আন্তর্জাতিক এ আয়োজন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ৬০% মুসলিমের দেশটি আরো বেশী রক্ষণশীলতার দিকে দাবিত হচ্ছে সমালোচকরা মন্তব্য করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App