×

আন্তর্জাতিক

ফ্রি ২৪ হাজার বার কল করে গ্রেপ্তার!

Icon

nakib

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

ফ্রি ২৪ হাজার বার কল করে গ্রেপ্তার!

জাপানে এক লোক ২৪ হাজার বার কল করায় তাকে অবশেষে প্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। আকিতুসি নামের ৭১ বছরের বৃদ্ধলোকটি একের পর এক কল করে তার পূর্বের কর্মক্ষেত্র কোম্পানিটির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করছিল।

পুলিশ বলছে লোকটি গত ৮ দিনে শতাধিক বার দেশটির কেডিডিআই নামক টেলিফোন কম্পানীর বিনামূল্যে কাস্টমার কেয়ারে টুল-ফ্রি নাম্বারে কল করেই যাচ্ছিলেন। তবে স্থানীয় মিডিয়া বলছে লোকটি হাজারো বার কল করে তার অসন্তুষ্টির কথা ও কাস্টমার কেয়ার কর্মকর্তাদের গালাগাল করেছিল।

তিনি এ কোম্পানিটি কাছ থেকে আনুষাঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। কল করে অনেক সময় তিনি কথা না বরেই ফোন রেখে দিতেন বলেও পুলিশ অভিযোগ করে।

উল্লেখ্য, জামান ক্রমেই দেশটির ব্যাপক সংখ্যক বয়স্ক জনগোষ্টিকে নিয়ে নানা ধরনের সামাজিক সমস্যায় পড়ছে। বয়স্ক গাড়ি চালকরা প্রায়ই ভয়াবহ সড়ক দূর্ঘটনায় পরছেন এবং ট্রেনের কর্মকর্তারা প্রায়ই বয়স্ক যাত্রীদের হাতে লাঞ্ছিত হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App