×

সারাদেশ

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: চবি ভিসি

Icon

nakib

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ পিএম

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: চবি ভিসি
সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি)-এর উদ্যোগে হাটহাজারী নন্দীরহাট গুপ্তপাড়া কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্নবান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দি ফিউচার ইজ অ্যাকসেসিবল’। উপাচার্য দেশের সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সব নাগরিকদের এগিয়ে আসার আহ্নবান জানান। পরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, হুইল চেয়ার, কম্বল, শিক্ষাবৃত্তি ও স্ব-উপার্জিত প্রকল্পে অর্থ বিতরণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম কফিল উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিএসডির সহসভাপতি অরুণ দাশগুপ্ত, ফয়েজ নূর নাহার ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট রফিক মিয়া, সিএসডির উপদেষ্টা প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, প্রফেসর শিশির বড়য়া ও প্রফেসর ড. হানিফ সিদ্দিকী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App