×

সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত মানিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ পিএম

নগরীর পাঁচলাইশ থানার অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে ১০ মামলার আসামি কুখ্যাত ডাকাত মো. মানিককে (৩৫) একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ঘর ভাঙার সরঞ্জাম এবং চোরাই মালামালসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, গত ১৬ নভেম্বর রাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী এস এম এম জিয়া হোসাইনের (৮৬) নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এই ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে শনাক্ত করা হয়। গতকাল ভোর ৪টার দিকে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ডাকাত মো. মানিককে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ সময় আরো কিছু দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মানিককে নিয়ে চান্দগাঁও থানা এলাকায় তার বাসা ও তার সহযোগীদের বাসায় অভিযান চালিয়ে আরো কিছু অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ উদ্ধার করে র‌্যাব।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App