নোয়াখালীতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

আগের সংবাদ

জয়ার সঙ্গে একমত মিমি

পরের সংবাদ

বিপিএল খেলতে আসছেন গেইল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯ , ২:০৩ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩, ২০১৯ , ২:০৩ অপরাহ্ণ

বিপিএলে গেইলের খেলা নিয়ে নেই আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান এমন তথ্যই জানিয়েছেন।

রিফাতুজ্জামান জানান, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গেইল খেলার বিষয়ে আর কোনো সংশয় নেই। তার সামান্য চোট রয়েছে। গেইলের পুরোপুরি ফিট হতে কিছু সময় লাগতে পারে।  গেইলের এজন্টদের সাথে আমাদের কথা হয়েছে। গেইল আসার ব্যাপারে সব কিছু পুরোপুরি ঠিক হয়ে গেছে।

এর আগে বিপিএলের ড্রাফট থেকে ক্যারিবীয় ক্রিকেট তারকা গেইলকে কিনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর কিছু দিন পরে বোমা ফাটিয়ে জানান দেন ক্রিস গেইল। বিপিএল ড্রাফটে কিভাবে গেইলের নাম আসলো তা তিনি নিজেই জানেন না। এ ব্যাপারে গেইলের সাথে না-কি কোনো যোগাযোই করা হয়নি। এসময় বিস্ময় প্রকাশও করেন গেইল।

গেইলের এ বক্তব্যর পর তার বিরুদ্ধে বিসিবির কাছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শাস্তির আবেদন জানাবে বলেও বিবৃতি দেওয়া হয়।

সেই সময় বিসিবি জানায়, নিয়ম মেনেই গেইলকে দলে নেওয়া হয়েছে। এমনকি তার এজেন্টের পাঠানো ডকুমেন্টে গেইলের স্বাক্ষর রয়েছে।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়