×

বিনোদন

শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ এএম

শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের অভিনয় জগতের এক কিংবদন্তির নাম। বাংলাদেশের নাট্যজগতে তাকে আইকন মানেন অনেকেই। আশির দশকে তিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী। তবে আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে। ওই নাটকে তিনি অভিনয় করেছিলেন নায়িকা মুনা চরিত্রে। সেই চরিত্র দিয়ে তিনি বাজিমাত করেছিলেন। তারপর নিয়মিতভাবেই তাকে হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে দেখা যায়। তার মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় ‘আজ রবিবার’ নাটকটি। আজ সোমবার (২ ডিসেম্বর) এই গুণী অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি ৬০ বছরে পা রাখলেন।

এ বছর অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর ঢাকা থেকে সংরক্ষিত নারী আসনে হয়েছেন আওয়ামী লীগের এমপি। এখানেই শেষ নয়, সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর ‘গহীন বালুচর’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেতে যাচ্ছেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমার কাছে সব কাজই কাজ, সব দিনই দিন। একটির জন্য অন্যটিকে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। তবে আজ জন্মদিন হলেও আজকের দিনটিতে রুটিন মাফিক তেমন কোনো কাজ নেই। খুব কাছের যারা তারাই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করেন। এটাই আমার কাছে ভীষণ ভালো লাগার।’

সুবর্ণা মুস্তাফার অভিনীত প্রথম সিনেমা ছিল কাজী জহির পরিচালিত ‘নতুন বউ’। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রথম সিনেমায় অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। তবে নাম ভ‚মিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব¦-চরিত্র’র জন্য সেই পুরস্কার তখন গ্রহণ করেননি তিনি। এর বহুবছর পর সুবর্ণা মুস্তফা এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব¦-চরিত্রাভিনেত্রী হিসেবে।

১৯৫৯ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সুবর্ণা মুস্তাফা। তার পৈত্রিক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। পিতা গোলাম মুস্তাফা ছিলেন একজন অভিনেতা ও আবৃত্তিকার। মা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন। মায়ের সহায়তায় মাত্র ৫/৬ বছর বয়সে বেতার নাটকে কাজ করেন তিনি। প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন নবম শ্রেণীতে পড়াকালীন সময়। ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App