×

সাহিত্য

বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার ঘোষণা

বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার প্রদান করা হবে। আজ সোমবার (২ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারগুলো হলো মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৯, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৯ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০১৯। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯ পাচ্ছেন বিশিষ্ট কবি মহাদেব সাহা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৯ পাচ্ছেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৯ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য। নিসর্গ আখ্যান-গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০১৯ পুরস্কার পাচ্ছেন নিসর্গী মোকারম হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App