×

অপরাধ

ঢামেকের নার্সিং কলেজে র‌্যাবের অভিযান, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:২৮ পিএম

ঢামেকের নার্সিং কলেজে র‌্যাবের অভিযান, আটক ১

নকল মেডিকেল সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদপত্র ও বিভিন্ন চিকিৎসকের সিল-প্যাড সহ ঢাকা মেডিকেল (ঢামেক) নার্সিং কলেজ থেকে আরিফ হোসেন (৫০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৩।

সোমবার (২ ডিসেম্বর) ঢামেকের নার্সিং কলেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী।

র‌্যাব-৩ এর মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নার্সিং কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজের ভিতর ছোট একটি রুম থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। ওই রুমেই থাকতো আরিফ হোসেন। অভিযানে নকল জন্ম-মৃত্যু সনদপত্র, মেডিকেল সার্টিফিকেট, চিকিৎসকের সিল-প্যাড ও ব্লাইন্ড অনেক সনদপত্রর কপি পাওয়া গেছে। অল্প টাকার বিনিময়ে আরিফ এসব বিভিন্ন জনকে সরবারহ করতো। যার কারণে, অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হতো।

তিনি জানান, আরিফ ছাড়াও এর সাথে অনেকেই জড়িত আছে। তাদেরকেও বের করা হবে। আর আরিফের এই বেআইনি কর্মকান্ডের সাথে হাসপতালের উর্দ্ধতন কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে। হাসপাতাল কতৃপক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App