×

খেলা

এসএ গেমসে ভুটানের কাছে বাংলাদেশের হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ পিএম

এসএ গেমসে ভুটানের কাছে বাংলাদেশের হার

এসএ গেমসের ফুটবল ইভেন্টে ভুটানের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৬৫ মিনিটে  ভুটানের হয়ে চেলচো গাইয়েলতসেন করে বসেন গোল। সেই গোল আর পরিশোধ করতে পারেনি টিম বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নেপালের দশরাত রঙ্গশালা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

চারটি ম্যাচের এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ও বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ মোকাবিলা করবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার। নেপালের সঙ্গে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।

এসএ গেমসে বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন।

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন ও মাহফুজুর রহমান প্রীতম।

এসএ গেমসের এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দেশের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদরা। এর মধ্যে বাংলাদেশের ৫৯৫ জন, নেপালের ৬৪৮ জন, ভারতের ৪৬১ জন, পাকিস্তানের ৪১৩ জন, মালদ্বীপের ৩৩২ জন, ভুটানের ১৪২ জন ও শ্রীলঙ্কার ৬২২ জন। এই গেমসে পদক হিসেবে থাকবে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি। এবারের আসরটি শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App