×

খেলা

এসএ গেমসে প্রথম পদক জিতলেন হোমায়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ পিএম

এসএ গেমসে প্রথম পদক জিতলেন হোমায়রা
এসএ গেমসে প্রথম পদক জিতলেন হোমায়রা

১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের হয়ে প্রথম পদক এনে দিলেন হোমায়রা আক্তার অন্তরা। কারাতের কাতা একক ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। সোমবার (০২ ডিসেম্বর) নেপালের কাঠমাণ্ডু ও পোখরায় অনুষ্ঠিত এসএ গেমসের দ্বিতীয় দিন এই পুরস্কার জয় করলেন অন্তরা।

এ ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান, রূপা ঘরে তুলেছে নেপাল। একই ইভেন্টের পুরুষ এককেও ব্রোঞ্জ জিতেছেন দেশের হাসান খান সান।

[caption id="attachment_182234" align="aligncenter" width="700"] হাসান খান সান  ও হোমায়রা আক্তার অন্তরা[/caption]

১ ডিসেম্বর এসএ গেমসের ত্রয়োদশতম আসর শুরু হয়। এবারে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পদক বিজয়ী প্রত্যেক ক্রীড়াবিদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

তৃতীয়বারের মতো এসএ গেমসের স্বাগতিক দেশ হিসেবে খেলছে নেপাল। এর আগে ১৯৮৪ সালে প্রতিযোগিতার প্রথম আসরও আয়োজন করেছিল তারা। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়বারের মতো আয়োজক হয়েছিল দেশটি। এবার প্রতিযোগিতায় ২৬টি ডিসিপ্লিনে ২ হাজার ৭১৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App