×

বিনোদন

এন্ড্রু কিশোরের পাশে জলের গান ও অনন্ত জলিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ পিএম

এন্ড্রু কিশোরের পাশে জলের গান ও অনন্ত জলিল

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য তিন লাখ টাকা উপহার দিয়েছেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল ও ব্যান্ড জলের গান। দেশীয় গানে ভিন্নতা ও দেশীয় যন্ত্র ব্যবহারকে উৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাওয়ায় জলের গানকে ব্যান্ড ফেস্টে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা উপহারস্বরূপ দেওয়া হয়। তখন ব্যান্ড ফেস্টের মঞ্চে হঠাৎ করেই ক্যানসার আক্রান্ত এন্ড্রু কিশোরকে ১ লাখ টাকা উপহার দেয়ার কথা ঘোষণা করে জলের গানের সদস্যরা। এ সময় মঞ্চে জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ এই উপহার উৎসর্গ করেন প্রয়াত বারী সিদ্দিকী ও আইয়ুব বাচ্চুকে। পাশাপাশি তিনি বলেন, ‘যে পাঁচ লাখ টাকা জলের গানকে দেওয়া হলো, এখান থেকে এক লাখ টাকা ভালোবেসে শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোরকে উপহার দিলাম আমরা।’

গত রবিবার চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের পরিবারের কাছে ২ লাখ টাকা হস্তান্তর করেন। উল্লেখ্য, প্লে-ব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। তিনটি সাইকেলে আরো ১২টি কেমোথেরাপি দেওয়া হবে জানিয়েছেন চিকিৎসকরা। কিংবদন্তি এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। শিল্পীর চিকিৎসায় এখনো প্রায় ২ কোটির বেশি টাকা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App