×

সারাদেশ

আ.লীগ নেত্রীর ভুয়া আইডি খুলে পদ বাণিজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

আ.লীগ নেত্রীর ভুয়া আইডি খুলে পদ বাণিজ্য

মহিলা যুব আওয়ামী লীগের সভাপতি নাজমা আকতার এর নামে ফেইক আই ডি খুলে চাদাবাজির অভিযোগে আতিকুল ইসলাম (২২) নামে একজন কে গ্রেফতার করেছে সিটিটিসি'র সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজশাহী থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে মোবাইল, টাকা, বিকাশ একাউন্ট ও কয়েকটি ফেইক আইডি জব্দ করা হয়।

সে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ আরো অনেকের নামে ফেইক আইডি খুলে কমিটি দেয়ার কথা বলে বা অন্য অনেক কারন দেখিয়ে অনেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা দাবী করতো এবং অনেক ক্ষেত্রে টাকা গ্রহন ও করেছে।

বিষয় টি সাইবার নিরাপত্তা বিভাগের সোশ্যাল মিডিয়া টীমের নজরে আসলে সম্মানিত ডিসি মহোদয়ের আদেশে এডিসি মহোদয়ের তত্ত্বাবধানে উক্ত টিম প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে এই সাইবার অপরাধী কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App