‘যেখান থেকে আর ফিরে আসা যাবে না’

আগের সংবাদ

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির আপিল

পরের সংবাদ

১০ ডিসেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯ , ৫:৫১ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২, ২০১৯ , ৫:৫৪ অপরাহ্ণ

দুর্নীতি বিরোধী অভিযানে রাঘব বোয়ালদের না ধরে কেবল চুনোপুঁটিদের ধরেছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে জন্য আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ও বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে দলটি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকায় এবং দেশব্যাপী বিভাগীয় সদরে র‌্যালী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়