এসএ গেমস নারী ক্রিকেটে বিশ্ব রেকর্ড ১৬ রানে অলআউট মালদ্বীপ

আগের সংবাদ

ব্যালন ডি অর অনুষ্ঠানে থাকছেন না রোনালদো!

পরের সংবাদ

ট্রাকচাপায় রংপুর বেতারের শিল্পী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯ , ১১:২৯ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২, ২০১৯ , ১১:৩১ অপরাহ্ণ

পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় রংপুর বেতারের শিল্পী খাইরুল সরকার (৬০) নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলা শহরের প্রাণকেন্দ্র চৌমাথার সৈয়দ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

খাইরুল সরকার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত খেজের সরকারের ছেলে। তিনি রংপুর বেতারের তালিকভূক্ত শিল্পী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় খাইরুল সরকার সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রংপুরগামী মালবোঝাই একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বাম পা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এনএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়